রাতে সড়ক অবরোধের পর বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভের আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
রাতে সড়ক অবরোধের পর বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভের আহ্বান জানিয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার রাত ৮:৪৫ টার দিকে বাংলামোটর মোড়ে একটি সড়ক অবরোধ করে। তাদের এই প্রতিবাদের কারণে এক ঘণ্টার জন্য কারওয়ান বাজার থেকে শাহবাগ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবাদটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ছিল। শিক্ষার্থীরা দাবি করেছেন, যদি হামলাকারীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার না হয়, তবে তারা বৃহস্পতিবার বিক্ষোভ করবে এবং ২৮ ফেব্রুয়ারি ঢাকা শহর অবরোধের হুমকি দিয়েছে।

বিক্ষোভের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এম জে এইচ মঞ্জু। তিনি জানিয়েছেন, হামলার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে তাঁরা এই প্রতিবাদ করছেন।