শিক্ষার্থীরা জানিয়েছেন কেন তারা সাবেক সমন্বয়কসহ চার ছাত্রনেতাকে অবরুদ্ধ করেছিলেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়কসহ চার ছাত্রনেতাকে অবরুদ্ধ করার কারণ জানালেন শিক্ষার্থীরা। তাঁরা দাবি করেছেন, ওই ছাত্রনেতারা শুধুমাত্র শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তাদের অবরুদ্ধ করা হয়েছিল, এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল না। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে, শিক্ষার্থীরা বলেন, এই ধরনের আচরণ কখনও মেনে নেওয়া উচিত নয়। তারা আরও উল্লেখ করেন, কলেজে রাজনীতির কোনো স্থান নেই এবং সব নিয়োগ মেধার ভিত্তিতে করা হয়।
আপনার মতামত লিখুন