গভর্নর বলেছেন, এসএমইদের মূলধারায় অন্তর্ভুক্তির কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণের পরিমাণ কেন বাড়ছে না, তা পর্যালোচনা করছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি বলেন, এসএমইদের আর্থিক কাঠামোয় মূলধারায় অন্তর্ভুক্ত করতে কাজ চলছে। গুলশানের একটি হোটেলে বুধবার অনুষ্ঠিত ‘নারী উদ্যোক্তাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ঋণমান নির্ধারণ ও ক্ষুদ্রঋণ’ কর্মশালায় তিনি এ কথা বলেন।
গভর্নর আহসান বলেন, বাংলাদেশে ডেটার মূল্যায়ন কম হওয়ায় আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে, আর এজন্য প্রযুক্তিনির্ভর হতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে সামনে এগোনোর ভালো সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ বেশি হলেও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং কাঠামোতে নারীর অংশগ্রহণ কম। এ পরিস্থিতি পরিবর্তন করতে এজেন্ট ব্যাংকিংয়ে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করার বিষয়টি চিন্তা করা হচ্ছে।
কর্মশালায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ঋণমান নির্ধারণ নারী উদ্যোক্তাদের জন্য উপকারী হতে পারে, বিশেষ করে জামানতবিহীন ঋণ সুবিধা পেতে। এসএমই ফাউন্ডেশনের ডিএমডি মো. নাজিম হোসেন সাত্তার জানান, এসএমই ফাউন্ডেশন দেশের প্রায় ১০ হাজার উদ্যোক্তার মধ্যে এক হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে, এর মধ্যে ২৫ শতাংশ নারী উদ্যোক্তা।
আপনার মতামত লিখুন