পাকিস্তানের জন্য বাংলাদেশ বিরুদ্ধে এই ম্যাচটিও বেশ গুরুত্বপূর্ণ বলে শোনা যাচ্ছে।

তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের তিনি আগে থেকেই চেনেন। এখন তিনি নাহিদ রানাকে দেখছেন। যেহেতু তিনি নিজে ফাস্ট বোলার ছিলেন, আকিব জাভেদ এই দেখাটা বিশেষ দৃষ্টিকোণ থেকে করছেন। চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগের দিন, বাংলাদেশি পেসারদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার।
তবে বাংলাদেশের বোলারদের তুলনায় পাকিস্তানের ফাস্ট বোলারদের এগিয়ে রেখেছেন আকিব জাভেদ। পাকিস্তানের অনুশীলনের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি এক বাক্যে বুঝিয়ে দিয়েছেন পার্থক্য, ‘পাকিস্তানের ফাস্ট বোলাররা—শাহিন, নাসিম এবং হারিস বর্তমান এবং ভবিষ্যতের সেরা।’
এত ভালো ফাস্ট বোলার নিয়েও, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকেও বাংলাদেশ বরণ করতে হয়েছে। সেমিফাইনালের আগে দুই দলই বাদ পড়েছে। আকিব জানালেন, খেলার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে কোনো সন্দেহ নেই, “আমরা যারা বাইরে আছি, আমরা একটি ম্যাচে মনোযোগ দিই, তবে খেলোয়াড়দের জন্য প্রতিটি ম্যাচই চাপের।”
এখনও পর্যন্ত পাকিস্তানের দল অনুশীলনে কষ্ট করেছে, তবে বৃষ্টির কারণে বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হয়েছে।
আপনার মতামত লিখুন