বাণিজ্যসচিব বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন সরকারের প্রধান অগ্রাধিকারমূলক কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
বাণিজ্যসচিব বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন সরকারের প্রধান অগ্রাধিকারমূলক কর্মসূচি।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন সরকারের মূল অগ্রাধিকার। তিনি বলেন, রমজান মাসে ভোক্তাদের সান্ত্বনা দিতে নেওয়া পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন এবং মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের তদারকি শক্তিশালী করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। মাহবুবুর রহমানের এটি ছিল বাণিজ্যসচিব হিসেবে কর্মকর্তাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সভা।

এছাড়া, তিনি সম্প্রতি বাণিজ্যসচিব পদে পদোন্নতি পেয়েছেন, যা গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে।