মধুর ক্যান্টিনে ছাত্রসংগঠনের দুই পক্ষের সংঘর্ষের নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নবগঠিত ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’কে স্বাগত জানালেও, তার আত্মপ্রকাশের দিনেই দুই পক্ষের সংঘর্ষকে অপ্রত্যাশিত বলে অভিহিত করেছে। তারা এই সংঘাতের নিন্দা জানিয়ে নতুন সংগঠনকে ‘সন্ত্রাস নয়, গণতান্ত্রিক মূল্যবোধের সাথে এগিয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছে। এছাড়া, সংঘর্ষে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, মধুর ক্যান্টিনে সংঘর্ষের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারি এবং সন্ত্রাসের প্রতিফলন, যা তারা আর দেখতে চান না। তারা নবগঠিত সংগঠনের কাছে গণতান্ত্রিক চেতনাকে ধারণ করার আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন