রমজানে হাইকোর্ট ও সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ

পবিত্র রমজান মাস উপলক্ষে হাইকোর্ট ও সরকারি অফিসগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে হাইকোর্টের বিচারকাজ সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকেল ৩টা ১৫ মিনিটে শেষ হবে।
এদিকে, সরকারিভাবে ঘোষণা করা নতুন সময়সূচি অনুযায়ী, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী সময়সূচি নির্ধারণ করবে।
রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২ বা ৩ মার্চ।
আপনার মতামত লিখুন