রামগড় স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ শুরু, প্রতিবেদন ১৭ দিনের মধ্যে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
রামগড় স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ শুরু, প্রতিবেদন ১৭ দিনের মধ্যে

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন রামগড় স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল কাজ শুরু করেছে। আগামী ১৭ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি রামগড় স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় তারা বন্দরের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং বন্দর এলাকার পুরো জায়গাটি ঘুরে দেখেন।

রামগড় স্থলবন্দর কর্মকর্তারা দলের কাছে ত্রিপুরার সাব্রুম স্থলবন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধি দলটি পরবর্তীতে রামগড়ের বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করে।

কমিটির আহ্বায়ক মো. মুহিদুল ইসলাম জানান, “আমরা রামগড় স্থলবন্দরের চলমান উন্নয়নসহ সব বিষয় পর্যবেক্ষণ করেছি। ২৭ ফেব্রুয়ারি থেকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন নৌপরিবহন উপদেষ্টার কাছে পেশ করা হবে।”

প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, বাস্থবক সদস্য মো. শামীম আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এটি উল্লেখযোগ্য যে, গত ১৪ জানুয়ারি বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর পরিদর্শন করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়, যাতে নৌপরিবহন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছে।