ইন্দোনেশিয়ায় সমকামী সম্পর্কের দায়ে দুই কলেজছাত্রকে প্রকাশ্যে বেত্রাঘাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ায় সমকামী সম্পর্কের দায়ে দুই কলেজছাত্রকে প্রকাশ্যে বেত্রাঘাত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সমকামী সম্পর্কের দায়ে দুই কলেজছাত্রকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। স্থানীয় বান্দা আচেহর বুস্তানুসালাতিন সিটি পার্কের একটি হলে বহু মানুষ এই বেত্রাঘাত প্রত্যক্ষ করেন।

২০০৬ সালে দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের অবসান ঘটাতে আচেহ প্রদেশে ইসলামিক আইন কার্যকর করা হয়, এবং তারপর থেকে সেখানে সমকামিতার জন্য এটি চতুর্থবারের মতো প্রকাশ্যে বেত্রাঘাতের ঘটনা। ২৪ ও ১৮ বছর বয়সী ওই দুই তরুণকে পাঁচজনের একটি দল যথাক্রমে ৮২ ও ৭৭ বার চাবুক মারে। ২০টি বেত্রাঘাতের পর তাদের পানি পানের বিরতি দেওয়া হয় এবং ক্ষতের চিকিৎসা করা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বাসিন্দারা তাদের সমকামী সন্দেহে গত নভেম্বরে আটক করে, পরে শরিয়াহ পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। শরিয়াহ আদালত তাদের ৮৫ ও ৮০ বার বেত্রাঘাতের সাজা দিলেও কারাগারে সময় কাটানোর পর তাদের ৮২ ও ৭৭ বার বেত্রাঘাত করা হয়। এক তরুণ শেষ বেত্রাঘাতের পরে খুব দুর্বল হয়ে পড়ে।

এছাড়া, এক বিচারে জুয়া খেলার অপরাধে আরও দু’জনকে যথাক্রমে ৩৪ ও ৮ বার বেত্রাঘাত করা হয়েছে।

২০০৬ সালে শান্তি চুক্তির অংশ হিসেবে আচেহকে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়নের অধিকার দেওয়া হয়। এখানে জুয়া, মদ্যপান, আঁটসাঁট পোশাক পরা নারী এবং শুক্রবারের নামাজ এড়ানো পুরুষদের জন্য বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে। তবে ইন্দোনেশিয়ার জাতীয় ফৌজদারি আইন সমকামিতা নিয়ন্ত্রণ করে না এবং কেন্দ্রীয় সরকারের আচেহে শরিয়াহ আইন বাতিল করার ক্ষমতা নেই।