‘গসিপ গার্ল’ অভিনেত্রী মিচেল ট্র্যাকটেনবার্গের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ

হলিউড অভিনেত্রী মিচেল ট্র্যাকটেনবার্গ, যিনি ‘গসিপ গার্ল’ এবং ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ সিরিজের জন্য পরিচিত, ২৬ ফেব্রুয়ারি নিউইয়র্কে মারা গেছেন। তার বয়স ছিল ৩৯ বছর। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, মিচেলকে তার ম্যানহাটানের অ্যাপার্টমেন্ট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে তার বাসায় কোনো অপরাধের আলামত পাওয়া যায়নি। কিছুদিন আগে মিচেলের লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল।
মিচেল ১৯৮৫ সালের ১১ অক্টোবর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন এবং তিন বছর বয়সেই অভিনয়ে শুরু করেন। তার কর্মজীবনে ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’, ‘গসিপ গার্ল’, ‘ইউরো ট্রিপ’, ‘মিস্টেরিয়াস স্কিন’ এবং ‘১৭ এগেইন’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজ এবং সিনেমা ছিল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী এবং ভক্তরা।
আপনার মতামত লিখুন