জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা মশাল মিছিল করেছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন জেলা কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা মশাল মিছিল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে এই মিছিল শুরু হয়ে প্রধান সড়ক দিয়ে বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়, যেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন আন্দোলনের প্রথম সারির সদস্যরা, যারা অভিযোগ করেছেন যে নতুন কমিটিতে আন্দোলনকারীদের বাদ দেওয়া হয়েছে এবং ছাত্রলীগের সমর্থকদের স্থান দেওয়া হয়েছে। তারা এই কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন। ২৫ ফেব্রুয়ারি রাতের দিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নতুন জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন