দোকানিরা জানিয়েছিলেন সয়াবিন তেল নেই, কিন্তু পরবর্তীতে অভিযানে ২০০ কার্টন তেল উদ্ধার করা হয়।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ

রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০০ কার্টনের বেশি সয়াবিন তেল উদ্ধার করেছে। কিছু দোকানী এই তেল গোপন স্থানে মজুদ করে রেখেছিল। অভিযানে সংশ্লিষ্ট সাতটি দোকানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সম্প্রতি সয়াবিন তেলের সংকট নিয়ে নানা অভিযোগ উঠেছিল, তবে ভোক্তা অধিদপ্তর জানিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করছিল। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করেন এবং তা বিক্রির ব্যবস্থা করেন।
আপনার মতামত লিখুন