২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, রিফাত রশীদ পদত্যাগ করেছেন।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করেন। এই সংগঠনের ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা যুক্ত আছেন। নেতারা জানিয়েছেন, আগামীতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি ঘোষণা করা হবে। গতকাল এই সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করা হয় এবং আজ বিভিন্ন সদস্যের নাম প্রকাশ করা হয়। তবে, বুধবার কমিটি গঠন নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদ ঘটে, যার ফলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিফাত রশীদ তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তার স্থানে নতুন নেতা মনোনীত করা হয়েছে।
আপনার মতামত লিখুন