ইসরায়েলি চরমপন্থীদের থুতু ছিটিয়ে হামলা, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
ইসরায়েলি চরমপন্থীদের থুতু ছিটিয়ে হামলা, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণ

পূর্ব জেরুজালেমের ওল্ড সিটির গির্জাগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন ইসরায়েলি চরমপন্থীরা থুতু ছিটিয়ে হামলা চালিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে, ওল্ড সিটি পুলিশ কমান্ডার দিভির তামিম বলেন, “আমরা ওল্ড সিটির খ্রিস্টানদের প্রতি ঘৃণার একটি ঘটনা প্রত্যক্ষ করছি,” বিশেষ করে চরমপন্থী ব্যক্তিরা খ্রিস্টানদের পাশ দিয়ে যাওয়ার সময় মাটিতে থুতু ফেলছে বা সরাসরি গির্জার দিকে থুতু ছিটাচ্ছে।

তামিম জানান, বৃহস্পতিবার একটি গির্জার সামনে ধর্মীয় অনুষ্ঠানের সময় থুতু ফেলার অভিযোগে পুলিশ ৮ জন সন্দেহভাজনকে আটক করেছে। গত কয়েক মাস ধরে ওল্ড সিটির গির্জাগুলোর সামনে চরমপন্থী ইহুদিদের থুতু ফেলার ঘটনা ক্রমশ সাধারণ হয়ে উঠেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে, ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীরা পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে আক্রমণ বাড়িয়েছে, যার ফলে ওই অঞ্চলে ৯২৭ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭ হাজার আহত হয়েছে। গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সব ধরনের জনবসতি খালি করার আহ্বান জানিয়ে ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারিত্বকে ‘বেআইনি’ বলে ঘোষণা করেছিল।