ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘গ্যারেন্স’ আঘাত হেনেছে রিইউনিয়নে, ঘণ্টায় ১৬৬ কিলোমিটার বেগে বাতাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘গ্যারেন্স’ আঘাত হেনেছে রিইউনিয়নে, ঘণ্টায় ১৬৬ কিলোমিটার বেগে বাতাস

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভারত মহাসাগরীয় ফরাসি অঞ্চল রিইউনিয়নে আঘাত হেনেছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘গ্যারেন্স’, যার গতিবেগ ঘণ্টায় ১৬৬ কিলোমিটার। ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ক্যাটাগরি-২ আটলান্টিক হারিকেনের সমতুল্য এই ঘূর্ণিঝড়টি পার্বত্য দ্বীপের উত্তর উপকূলে আঘাত হেনেছে।

১৯৮৯ সালের জানুয়ারিতে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘ফিরিঙ্গা’র পর এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হলো ‘গ্যারেন্স’। কর্তৃপক্ষ পুরো দ্বীপের জন্য তাদের সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে, এবং অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত, দমকা বাতাস এবং শক্তিশালী ঢেউ আঘাত হানছে।

আবহাওয়া অফিস সতর্ক করেছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার এবং বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিমি (৭.৮ ইঞ্চি) ছাড়িয়ে যেতে পারে। শুক্রবার পর্যন্ত পরিস্থিতি বিপজ্জনক থাকবে এবং শনিবার থেকে উন্নতি হতে শুরু করবে।

রিইউনিয়ন, আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত আরেকটি ফরাসি অঞ্চল মায়োত্তের প্রায় ১,৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। ডিসেম্বরে ঘূর্ণিঝড় ‘চিডো’ এই দ্বীপপুঞ্জে আঘাত হানার পরে ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছিল, যার ফলে ৩১ জন নিহত হয়েছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঝড়ের পরে সেই অঞ্চলের পরিদর্শন করেন এবং স্থানীয়দের কাছ থেকে বিদ্রূপের সম্মুখীন হন।