মেহজাবীন বিয়ে করেছেন মায়ের শাড়ি পরে, প্রকাশ করেছেন সেই ছবি।

১৩ বছরের সম্পর্কের পর ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজিব। এরপর ২৪ ফেব্রুয়ারি সাভারের একটি রিসোর্টে তাঁদের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়। বিয়ের দিনের ছবিগুলি প্রকাশিত হলেও, আকদের ছবি শেয়ার করেননি মেহজাবীন। তবে, শুক্রবার তিনি তার ফেসবুকে সেদিনের মুহূর্তটি ভাগ করে নিয়েছেন এবং জানিয়েছেন, মায়ের বিয়ের শাড়ি পরেই তিনি বিয়ে করেছেন।
ফেসবুকে মেহজাবীন লিখেছেন, “আমাদের আকদ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে, আমাদের পরিবারের সদস্য এবং কাছের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এটি আমাদের জীবনের বিশেষ একটি দিন ছিল, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল প্রিয়জনদের সঙ্গে।”
অভিনেত্রী আরও জানান, “আমার মা তাঁর আক্দের দিনে যে শাড়ি পরেছিলেন, সেই শাড়ি আমি উপহার হিসেবে পেয়েছি। এই শাড়ি পরার মাধ্যমে আমার মায়ের কাছ থেকে সবচেয়ে সুন্দর উপহারটি পেয়েছি।”
মেহজাবীন ও আদনানের প্রেম ছিল অনেকটাই ‘ওপেন সিক্রেট’। তারা একসাথে ঘুরতে গিয়ে ছবিও পোস্ট করেছেন, যা নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছিল। অবশেষে ১৩ বছরের প্রেমের পর তাদের সম্পর্ক পূর্ণতা পেল এবং তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন।
আপনার মতামত লিখুন