স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইলিয়াস কাঞ্চন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইলিয়াস কাঞ্চন

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, যে উপদেষ্টার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্য নেই, তাকে পদে রাখা উচিত নয়। তার জায়গায় একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, দেশের মানুষ এখন কথা বলার সুযোগ পেলেও কেউ সেই কথা শুনছে না, ফলে তা মূল্যহীন হয়ে পড়ছে। বর্তমানে যে পরিস্থিতি চলছে, তা ঘরে বসে অনুভব করা সম্ভব নয়। আইনশৃঙ্খলার অভাবে মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর পর দেশের যে অর্জন হয়েছে, তা এখন ভেস্তে যাওয়ার পথে। অর্থনৈতিক দিক কিছুটা ভালো হলেও অন্য কোনো ক্ষেত্রে সঠিকভাবে উন্নয়ন হয়নি।

সরকারের প্রতি হতাশা প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, “এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদ থেকে মুক্তি, কিংবা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন সম্ভব নয়।” তিনি প্রশ্ন রাখেন, “দেশে যদি আইনশৃঙ্খলা না থাকে, তাহলে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে?”

তিনি আরও বলেন, গত ছয় মাসে পুলিশের কোনো সংস্কার হয়নি। নতুন রাজনৈতিক দলগুলো এলেও তারা সংঘর্ষে জড়াচ্ছে, যা সারাদেশে ছড়িয়ে পড়ছে। ফলে দেশ আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কথা শুনতে হবে এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।