কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর কলাবাগান থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, টাইটাস হিল্লোল কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।

তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অধীনে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পুলিশ জানায়, তার স্ত্রী সকালে কাজে চলে যাওয়ার পর দুপুর ১১টার দিকে তার স্বামীর মুঠোফোনে কল করেন, কিন্তু কল রিসিভ না হওয়ায় মেয়েদের দিয়ে বাবার খোঁজ নেন। পরে মেয়েরা বাসায় এসে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

টাইটাস হিল্লোল রেমা কলাবাগানের ক্রিসেন্ট রোডে তার স্ত্রী ও দুই মেয়ে নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে তার স্ত্রী অনুভা ম্রোং জানিয়েছেন, তার স্বামী পারিবারিক ও পেশাগত কারণে দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং এক সপ্তাহ ধরে ঘুমের ওষুধ সেবন করছিলেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস।