গাজাবাসী প্রথম রোজার সেহরি সঠিকভাবে খেতে পারেননি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়। সেহরি খাওয়ার প্রস্তুতি নিলেও ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টির কারণে গাজাবাসী তা সঠিকভাবে খেতে পারেননি। বৃষ্টি ও ঠান্ডার কারণে অস্থায়ী তাঁবুগুলোর ভেতর পানি জমে যায় এবং ব্যক্তিগত জিনিসপত্র ভিজে যায়। আশ্রয় নেওয়ার মতো কোন জায়গা না থাকায় বিশেষ করে নারী ও শিশুরা সীমাহীন কষ্টের মধ্যে ছিল। যারা বিধ্বস্ত বাড়িঘরে ফিরে গেছেন, তারা আরও দুর্ভোগে পড়েন, কারণ ভাঙা দেয়াল ও ছাদের মাধ্যমে বৃষ্টির পানি ঢুকে তাদের রাত অস্বস্তিকর করে তোলে। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির পর গাজায় কিছু অস্থায়ী ঘর তৈরির কথা থাকলেও, ইসরায়েল তার প্রতিশ্রুতি পালন করেনি, ফলে সাধারণ মানুষ এখনও অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। এমন পরিস্থিতিতে গাজাবাসী, তাদের সীমিত সম্পদ দিয়েও রমজান মাসকে স্বাগত জানানোর চেষ্টা করছেন। তবে বৃষ্টির কারণে তাদের আরও সমস্যা তৈরি হচ্ছে এবং ইসরায়েলের অবরোধের কারণে তারা প্রয়োজনীয় খাবারও ঠিকভাবে পাচ্ছেন না।
আপনার মতামত লিখুন