চীনের হুনান প্রদেশে ফেরি দুর্ঘটনা, নিহত ১১

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
চীনের হুনান প্রদেশে ফেরি দুর্ঘটনা, নিহত ১১

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের ইউয়ানশুই নদীতে একটি ছোট ফেরি ও অন্য একটি নৌযানের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিখোঁজ থাকা পাঁচজনের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।

গত মঙ্গলবার দুর্ঘটনার সময় ফেরিটি উল্টে গেলে ১৯ জন যাত্রী পানিতে পড়ে যান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শত শত উদ্ধারকর্মী ফেরিটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হয়। আজ শনিবার বিশেষ উদ্ধারকারী দল পানির নিচে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

সাংহাইভিত্তিক নিউজ প্ল্যাটফর্ম দ্য পেপার জানিয়েছে, উদ্ধার হওয়া এক ব্যক্তি জানিয়েছেন যে তিনি পা দিয়ে ফেরির জানালা ভেঙে প্রাণে বাঁচতে সক্ষম হন। বেঁচে যাওয়া এক যাত্রীর আত্মীয় স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ফেরিটি তাদের গ্রাম থেকে যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় (এমইএম) দুর্ঘটনার কারণ নির্ধারণে একটি বিশেষ তদন্ত দল পাঠিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়। দুর্ঘটনার সঙ্গে জড়িত তেল বর্জ্য পুনরুদ্ধারকারী একটি জাহাজ থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।