প্রধান উপদেষ্টা দেশের জনগণকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীসহ বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আজ শনিবার এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, রমজান হলো সিয়াম সাধনা ও সংযমের মাস, যা আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক সুবর্ণ সুযোগ এনে দেয়। তিনি বলেন, এই পবিত্র মাসে ধনী-গরিব সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, রমজানের শিক্ষা অনুসরণ করে আমাদের জীবনে পরিমিতি, ধৈর্য এবং সংযম প্রদর্শন করতে হবে এবং সিয়ামের পাশাপাশি কোরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগিতে নিয়োজিত থাকতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে রমজানের শিক্ষাগুলি বাস্তবায়ন করার তাওফিক দান করবেন এবং রমজান আমাদের জীবনে শান্তি বয়ে আনুক। তিনি আল্লাহর কাছে আমাদের ক্ষমা ও নিরাপত্তা কামনা করেন, আমিন।
আপনার মতামত লিখুন