রমজানের পবিত্রতা রক্ষায় হিংসা ও সংঘাত পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় যাবতীয় হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহার করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ মার্চ) মাহে রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করা উচিত। পাশাপাশি, জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, সিয়াম পালনের পাশাপাশি বেশি করে কোরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করা উচিত।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, রমজান আত্মসংযমের মাস, যা আত্মার পরিশুদ্ধির মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ এনে দেয়। এই মাস ধনী-গরিব নির্বিশেষে সবাইকে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন জাতীয় জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করেন এবং এই মাস সবার জন্য অনাবিল শান্তি বয়ে আনে। তিনি আরও বলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করেন, আমিন।
আপনার মতামত লিখুন