রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার

এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পুরো রমজানজুড়ে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখাটাই সরকারের প্রধান লক্ষ্য, এবং এজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, সরকার প্রধান ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে, খাবার তেলের সরবরাহ তদারকি করা হচ্ছে এবং বাজারে নিত্যপণ্যের সরবরাহ বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সামনে সাপ্লাই পরিস্থিতি আরও ভালো হবে এবং নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে।

এছাড়া, নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যদি তারা সংস্কারের দাবি তোলে, তাহলে আরও তিন মাস সময় লাগতে পারে। ইতোমধ্যে নির্বাচন নিয়ে রোডম্যাপ প্রকাশ করা হয়েছে এবং সরকার সেই অনুযায়ী এগোচ্ছে।

তিনি আরও জানান, শিগগিরই রিফর্ম কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে, যা দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।