আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোজার মাসে কতটা গরম পড়বে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোজার মাসে কতটা গরম পড়বে।

ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীতের মৌসুমে দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, এবং ফেব্রুয়ারি মাসেও একই প্রবণতা অব্যাহত ছিল। আজ ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে এবং পুরো মার্চ মাসেই রমজান থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এবং ৯ মার্চের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। মাসের শেষদিকে এক বা দুটি তাপপ্রবাহ এবং কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।

এ বছর শীত তেমন পড়েনি এবং ডিসেম্বরে ও জানুয়ারিতে তাপমাত্রা স্বাভাবিকের ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, আর ফেব্রুয়ারিতে তা ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ফেব্রুয়ারিতে বৃষ্টিও ছিল প্রায় ৭৭ শতাংশ কম।

মার্চ মাসে গরম শুরু হলেও কিছুটা শীতের অনুভূতি এখনো রয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এবং ৯ মার্চের পর তা বাড়তে থাকবে। মার্চ মাসে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস থাকে। এছাড়া, এ মাসে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।