‘ইনকিলাব জিন্দাবাদ’ কি নতুন দলের স্লোগান, এটি কীভাবে তৈরি হলো?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৩:৫১ পূর্বাহ্ণ
‘ইনকিলাব জিন্দাবাদ’ কি নতুন দলের স্লোগান, এটি কীভাবে তৈরি হলো?

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বেশিরভাগ শীর্ষ নেতার বক্তব্যের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি ব্যবহার করেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। স্লোগানটি দলের অফিসিয়াল স্লোগান কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই স্লোগানটি ভারতীয় ইতিহাসের সাথে জড়িত এবং ১৯২১ সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম এটি ব্যবহার করেছিলেন। পরবর্তীতে এটি ভগত সিংয়েরও ব্যবহারিত স্লোগান হয়ে ওঠে।

ইরফান হাবিবের একটি লেখায় জানানো হয়েছে যে, এই স্লোগানটি বিপ্লব এবং সমাজের অবস্থা পরিবর্তনের আহ্বান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক জাফর আহমেদ ভূঁইয়া স্লোগানের অর্থ ব্যাখ্যা করেছেন, যা আরবি ও উর্দুর মিশেল।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, এটি এখনো দলীয় স্লোগান নয়, তবে ২০২২ সালে ছাত্র আন্দোলনের পর থেকে এই স্লোগানটি বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে।