একই দিনে রোজা ও ঈদ পালনের বিষয়ে ভাবার অনুরোধ তারেক রহমানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
একই দিনে রোজা ও ঈদ পালনের বিষয়ে ভাবার অনুরোধ তারেক রহমানের

সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কি না, সে বিষয়ে দেশের আলেম-ওলামাদের চিন্তা করার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে আয়োজিত ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অনুরোধ জানান।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে অনেক জ্ঞানী ওলামা-মাশায়েখ রয়েছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কি না, আলোচনা করে দেখতে পারি কি না— সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করা সম্ভব কি না। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কি না এবং কোনো উপায় আছে কি না— এ বিষয়ে আমি আপনাদের চিন্তা করার অনুরোধ করবো।’

তিনি আরও বলেন, ‘মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতে হবে।’ এ সময় তিনি দেশের শান্তি কামনা করেন এবং দেশবাসীর জন্য দোয়া চান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও দেশবাসীর প্রতি দোয়া কামনা করেন।

অন্যদিকে, ইফতার মাহফিলে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, বিএনপির সঙ্গে এক শ্রেণির লোক দেশ ও দেশের বাইরে থেকে আলেমদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। তারা সতর্ক করে বলেন, আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে বিদেশি শক্তি সুযোগ নিতে পারে।