এ বছর ব্যতিক্রম ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ
এ বছর ব্যতিক্রম ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে

শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। রোববার (২ মার্চ) দুপুরে স্বাধীনতা পুরস্কার নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর আগে এ ধরনের সিদ্ধান্ত সচরাচর নেওয়া হয়নি।”

পুরস্কারের সংখ্যা সম্পর্কে তিনি জানান, এটি ১০ জনের কম থাকবে। একই তথ্য নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও। তিনি বলেন, “দলগত ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে, এবং এর সংখ্যা ১০ জনের কম থাকবে।”

এছাড়া, বিতর্কিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যেমন র‍্যাব, স্বাধীনতা পুরস্কারের তালিকায় থাকবে না বলেও নিশ্চিত করেছেন আসিফ নজরুল।