চারটি স্থলবন্দর বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
চারটি স্থলবন্দর বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় চারটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ রাখার সুপারিশ করেছে। এই বন্দরগুলো হলো নীলফামারী জেলার চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ, রাঙামাটির তেগামুখ, এবং হবিগঞ্জের বাল্লা। এর মধ্যে চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখে অবকাঠামো না থাকায় তাদের বন্ধ করার সুপারিশ করা হয়েছে, আর বাল্লা বন্দরের অবকাঠামো নির্মাণ হলেও ভারতীয় অংশে অবকাঠামো ও সড়ক না থাকায় তা পরিচালনা স্থগিত রাখার প্রস্তাব করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় গত নভেম্বরে দেশের আটটি স্থলবন্দর পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করেছিল। এই কমিটি আরও চারটি স্থলবন্দর শর্তসাপেক্ষে চালু রাখার সুপারিশ করেছে, যেমন ময়মনসিংহের গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরের দুটি স্থানের পরিবর্তে একটি স্থানে কার্যক্রম চালু রাখার পরামর্শ দিয়েছে। শেরপুরের নাকুগাঁও বন্দরের আয়-ব্যয় পর্যালোচনা করে এর কার্যক্রম আরও গতিশীল করার সুপারিশ করা হয়েছে।

কমিটি আরও জানায় যে, জামালপুরের ধানুয়া কামালপুর বন্দরের জন্য অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে এবং ন্যূনতম জনবল দিয়ে এটি চালু রাখা যেতে পারে। দিনাজপুরের বিরল বন্দরের ক্ষেত্রে রেলপথে আমদানি-রপ্তানি চালু রাখা সম্ভব।