নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসা গ্রহণে সামাজিক বাধা নিয়ে আলোচনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ
নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসা গ্রহণে সামাজিক বাধা নিয়ে আলোচনা

নারী মাদক নির্ভরশীলরা সামাজিক অপবাদ ও স্টিগমার কারণে চিকিৎসা নিতে অনিচ্ছুক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজা রহমান চৌধুরী বাবলী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইয়াসমিন এইচ আহমেদ। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ রুবাইয়াৎ ফেরদৌস, ঢাকা আহছানিয়া মিশনের কাউন্সেলিং সার্ভিসের কো-অর্ডিনেটর ড. রাহেনা বেগম এবং স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডাঃ নায়লা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

ফরিদা আখতার বলেন, দেশে নারী মাদকসেবীর সংখ্যা বাড়ছে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে তারা পিছিয়ে আছেন। মাদক সেবনের ফলে নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজননস্বাস্থ্যেও গুরুতর প্রভাব পড়ছে। এটি শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং পরিবার ও সমাজের জন্যও ক্ষতিকর। সুস্থ জীবনে ফিরে আসতে নারীদের চিকিৎসার প্রয়োজন, যা আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মতো প্রতিষ্ঠান থেকে নেওয়া যেতে পারে।

বক্তারা বলেন, দেশে নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসা ব্যবস্থা সীমিত। যারা চিকিৎসা নিতে যান, তাদের সামাজিক অপবাদ ও স্টিগমার মুখোমুখি হতে হয়, যার ফলে অনেকেই চিকিৎসা গ্রহণ করতে ভয় পান। নারী দিবসে তাদের দাবি, নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসা গ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।