নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোর আচরণবিধি লঙ্ঘনের দায় তাদেরই নিতে হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি লঙ্ঘনের দায় সংশ্লিষ্ট দলকেই নিতে হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি দলের কাছ থেকে লিখিতভাবে প্রতিশ্রুতি নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ঐক্যমতে পৌঁছাতে পারে। এতে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা অনেক সহজ হবে।
রোববার (২ মার্চ) ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ২০২৪ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯৯৪ জন। এবারের ভোটার বৃদ্ধির হার ১.৫৪ শতাংশ।
অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভায় সিইসি বলেন, ভোটসন্ত্রাস করে সাময়িকভাবে জয়লাভ করা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে তা দল ও দেশের জন্য ক্ষতিকর। তিনি আশা প্রকাশ করেন, কোনো দলই এ ধরনের অনিয়মের পথে যাবে না।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যে কমিশন চিন্তিত নয় বলেও জানান তিনি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনে ভোটারদের আগ্রহ ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, আগামী ৩০ জুনের মধ্যে আবারও নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা একটি চলমান প্রক্রিয়া। এরপরও নতুন ভোটার নিবন্ধনের সুযোগ থাকবে।
নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা শুধু ইসির একার পক্ষে সম্ভব নয়, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
আপনার মতামত লিখুন