প্লাস্টিক রপ্তানি কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৩:৫৩ পূর্বাহ্ণ
প্লাস্টিক রপ্তানি কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ।

রাজনৈতিক পরিবর্তন এবং বিভিন্ন অস্থিরতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অনেকটাই সাবধানী হয়ে উঠেছেন। তবে এমন পরিস্থিতিতেও প্রাণ-আরএফএল গ্রুপ বড় ধরনের বিনিয়োগে যাচ্ছে। দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠীটি ২০০ কোটি টাকা বিনিয়োগে রপ্তানিমুখী প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে। গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কারখানাটি নির্মিত হচ্ছে, যেখানে ইতিমধ্যে ভবনের কাজ শেষ হয়েছে, তবে যন্ত্রপাতি এখনও আমদানি হয়নি। কারখানা চালু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের একটি ক্রেতা প্রতিষ্ঠান থেকে ৬০ লাখ মার্কিন ডলারের (৭৩ কোটির বেশি টাকা) প্লাস্টিক পণ্য ক্রয়ের অর্ডার পেয়েছে তারা।

এখন তারা নতুন কারখানার যন্ত্রপাতির জন্য হাইতিয়ান গ্রুপের সঙ্গে চুক্তি করবে এবং আশা করা হচ্ছে এপ্রিল-মে মাসের মধ্যে উৎপাদন শুরু হবে। এখানে গৃহস্থালি পণ্য, খেলনা, এবং পোষা প্রাণীর প্রয়োজনীয় পণ্য উৎপাদিত হবে। ২০০৭ সালে ভারতে পণ্য রপ্তানি শুরু করে আরএফএল এখন ৮০টি দেশে প্লাস্টিক পণ্য রপ্তানি করছে। গত অর্থবছরে তারা ৪ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে।

এই নতুন কারখানাটি বছরে ৪ কোটি ২০ লাখ ডলারের পণ্য উৎপাদন করবে এবং এখানে আড়াই হাজার মানুষের কর্মসংস্থান হবে। আরএফএল গ্রুপের কর্মকর্তারা মনে করেন, বর্তমান সংকটের মধ্যে তারা গতি বাড়িয়ে সফলতা অর্জন করতে পারবে। তারা চীনের চ্যালেঞ্জের মধ্যে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকায় প্লাস্টিক পণ্যের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে।