বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিকের ইন্তেকাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ২:৫১ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
রোববার (২ মার্চ) সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোথায় এবং কখন তার জানাজা ও দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
অধ্যাপক শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী। রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় শয্যাশায়ী থাকলেও তার স্ত্রী এত দিন সুস্থ ছিলেন। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তিনি মৃত্যুবরণ করেন।
আপনার মতামত লিখুন