রমজানের শুরুতেই ফলের বাজারে অস্থিরতা, ক্রেতাদের ক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
রমজানের শুরুতেই ফলের বাজারে অস্থিরতা, ক্রেতাদের ক্ষোভ

রমজানের শুরুতেই ফলের বাজারে লেগেছে আগুন, এক সপ্তাহের ব্যবধানে মাল্টা, কমলা, তরমুজ, আঙুর ও আনারসের মতো রসালো ফলের দাম কেজিতে বেড়েছে ২০-৫০ টাকা। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতারা ফল কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, তদারকি ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে ফলের চাহিদা বেড়ে যায়। কিন্তু দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এসব ফল। রাজধানীর কারওয়ান বাজারে আপেল ও মাল্টা প্রতি কেজি ৩০০ টাকা, চীনা কমলা ৩২০, কালো আঙুর ৪৫০, এবং আনার ৪৫০ থেকে ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগের তুলনায় কেজিতে ২০-৫০ টাকা বেশি। তরমুজ প্রতি কেজি ৬০, পেয়ারা ১২০-১৫০, পেঁপে ৮০-১৫০ এবং আনারস প্রতি পিস ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। শরবতের অন্যতম উপকরণ লেবুর দামও আকাশচুম্বী, আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০-২০০ টাকায়।

ফল বিক্রেতারা দাবি করছেন, আমদানির উচ্চ খরচ, ডলারের দাম বৃদ্ধি এবং সরকার কর্তৃক শুল্ক-ভ্যাট বাড়ানোর ফলে দাম বেড়েছে। ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুল করিম জানান, আমদানি করা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে ৩০ শতাংশে উন্নীত হয়েছে, যার ফলে বাজারে সরাসরি প্রভাব পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর তদারকি দরকার। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, বাজার ব্যবস্থাপনায় থাকা টাস্কফোর্সকে জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং যেখানে অযৌক্তিকভাবে দাম বাড়ছে, সেখানে অভিযান চালানো দরকার। প্রতি বছর রমজানের আগে এভাবে ফলের দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সরকারি হস্তক্ষেপে দাম নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন।