আগুনে পুড়ে যাওয়া দোকান থেকে টাকার বাক্স নিতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি আগুন লাগা দোকানের ভেতর থেকে টাকার বাক্স বের করতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মাদারীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। মৃত ব্যবসায়ীর নাম আবদুল আওয়াল (৬০), তিনি পবা উপজেলার ভূগরইল গ্রামের বাসিন্দা এবং মাদারীগঞ্জ বাজারে তেলের দোকান পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার দোকানে তেলের পাত্রের ভাঙা অংশ থেকে হঠাৎ আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে আবদুল আওয়াল টাকার বাক্স বের করতে গিয়ে ধোঁয়া ও তাপের কারণে শ্বাসনালী পুড়ে যান। তিনি বাক্সটি বাইরে আনতে সক্ষম হলেও পরে অচেতন হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম এই ঘটনাটিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন