আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইউজি ইওয়াসাওয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইউজি ইওয়াসাওয়া

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। তিনি একজন বিশিষ্ট জাপানি আইনবিদ এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিটির সভাপতি।

সোমবার (৩ মার্চ) তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। নাওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জানুয়ারিতে পদত্যাগ করলে এই পদটি শূন্য হয়।

ইওয়াসাওয়া ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক বিচার আদালতের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার আগে তিনি টোকিও বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে অধ্যাপনা করতেন।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা। এটি মূলত রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করে থাকে।

সম্প্রতি আইসিজে গাজায় সংঘটিত গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া, ২০২৩ সালের জুলাইয়ে আদালত রায় দেয় যে, ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ এবং যত দ্রুত সম্ভব তাদের সেখান থেকে সরে যেতে হবে। তবে ইসরায়েল এসব অঞ্চলকে নিজেদের বলে দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় তা প্রত্যাখ্যান করেছে।