কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি দিয়ে একজনকে মারধর করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলী বিএনপি নেতা মোল্লা সোহাগের কাছ থেকে হুমকি পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এর পর এক প্রকৌশলী, শেখ আবু হায়াতকে মারধর করা হয়। সোহাগ, যিনি খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আবু হায়াতের সঙ্গে এক তর্কবিতর্কের পর তার গায়ে হাত দিয়ে চশমা কেড়ে নেন। সোহাগ দাবি করেন, তিনি কোনো মারপিটের সঙ্গে জড়িত নন এবং রাজনৈতিক কারণে তর্ক হয়েছিল। তবে কুয়েটে একটি ভবনের কাজ নিয়ে তার এবং প্রকৌশলীদের মধ্যে বিরোধ চলছে, যা হুমকির কারণ বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন