চারণ সাংস্কৃতিক কেন্দ্র জানিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অপরাধীদের প্রেরণা দিতে পারে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ
চারণ সাংস্কৃতিক কেন্দ্র জানিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অপরাধীদের প্রেরণা দিতে পারে।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র অভিযোগ করেছে যে, দুই নারীর সিগারেট খাওয়ার ঘটনায় একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে একটি mob গঠন করে তাদের লাঞ্ছনা করেছে। তারা দাবি করেছে, এমন ঘটনা একটি ফৌজদারি অপরাধ, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি, যা অপরাধীদের উৎসাহিত করবে।

রাজধানীর লালমাটিয়ায় নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে, আজ সোমবার একটি বিবৃতিতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এ কথা বলেন। তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা উন্মুক্ত স্থানে সিগারেট না খাওয়ার কথা বললেও, সিগারেট খাওয়া সংক্রান্ত আইনে টংদোকান উন্মুক্ত স্থান হিসেবে গণ্য হয় না, যা হয়তো তিনি জানেন না।

এছাড়া, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারীর বিরুদ্ধে সহিংসতা ও নির্যাতনের জন্য দায়ী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, কক্সবাজার সমুদ্রসৈকতে নারীদের ওপর নির্যাতনসহ, বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে। তবে সরকার এসব বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে পদত্যাগ করতে হবে এবং নারী লাঞ্ছনা ও mob সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।