জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জামায়াত আমিরের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জামায়াত আমিরের

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩ মার্চ) রাজধানীর স্কাটন লেডিস ক্লাবে জুলাই-আগস্ট আন্দোলনে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ওই আন্দোলনে আহত ও শহীদরা কোনো নির্দিষ্ট দলের স্বার্থে নয়, বরং দেশের জন্য লড়াই করেছিলেন। তাদের পরিবারের সদস্যরা এবারই প্রথম প্রিয়জনদের ছাড়া সাহরি ও ইফতার করছে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টের।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এই কষ্ট ভাগাভাগি করতে ঈদের দিন তিনি নিজে শহীদ পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।