জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জামায়াত আমিরের
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৩ মার্চ) রাজধানীর স্কাটন লেডিস ক্লাবে জুলাই-আগস্ট আন্দোলনে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ওই আন্দোলনে আহত ও শহীদরা কোনো নির্দিষ্ট দলের স্বার্থে নয়, বরং দেশের জন্য লড়াই করেছিলেন। তাদের পরিবারের সদস্যরা এবারই প্রথম প্রিয়জনদের ছাড়া সাহরি ও ইফতার করছে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টের।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এই কষ্ট ভাগাভাগি করতে ঈদের দিন তিনি নিজে শহীদ পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আপনার মতামত লিখুন