পুলিশের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ অ্যাসোসিয়েশন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
পুলিশের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ অ্যাসোসিয়েশন

সম্প্রতি ঢাকার কাওরানবাজার, চট্টগ্রামের পতেঙ্গাসহ বিভিন্ন স্থানে কিছু উচ্ছৃঙ্খল ও আইন অমান্যকারী ব্যক্তির সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে।

সোমবার (৩ মার্চ) অ্যাসোসিয়েশনের সভাপতি, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক যৌথ বিবৃতিতে এসব ঘটনার নিন্দা জানান। তারা উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। একাত্তরের মুক্তিযুদ্ধে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেও বাহিনীটির ঐতিহ্যপূর্ণ অংশগ্রহণ রয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় পুলিশের কিছু অসৎ ও অপেশাদার কর্মকর্তার কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছিল। তবে বর্তমানে পুলিশ বাহিনী নতুন উদ্দীপনায়, চেতনায় ও আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছে। কিছু বিশৃঙ্খল ও শান্তি বিঘ্নকারী ব্যক্তি পুলিশের কাজে বাধা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে, যা জনমনে হতাশা সৃষ্টি করছে এবং শৃঙ্খলা ভঙ্গের ঝুঁকি বাড়াচ্ছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এসব আইন-শৃঙ্খলাবিরোধী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জনগণ ও সরকারের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তারা জোর দিয়ে বলেন, পুলিশ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং নতুন বাংলাদেশের আদর্শ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।