ফারুকী বলেছেন, আবরার ফাহাদের স্বাধীনতা পদক ‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে হওয়া উচিত।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হলে তার ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত। ফারুকী তার ফেসবুক পোস্টে জানান, আবরারের আত্মত্যাগ ও সাহসের জন্য তিনি মুক্তিযুদ্ধের অগ্রদূত হিসেবে বিবেচিত। তিনি আরও বলেন, এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতো বিশেষ হবে এবং সকলকে অসাধারণ ব্যক্তির নাম জানানো হবে। তিনি আবরার ফাহাদকে একটি শক্তিশালী প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং তার আদর্শের প্রতি শ্রদ্ধা জানান।
আপনার মতামত লিখুন