যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের মানবাধিকার প্রধানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের মানবাধিকার প্রধানের

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতে মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধান ভলকার তুর্ক। তিনি বিষয়টিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।

সোমবার (৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। যদিও তিনি সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেননি, তবে জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন।

ভলকার তুর্ক বলেন, মানবাধিকার রক্ষায় বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের উভয় দলের সমর্থন ছিল, তবে বর্তমান প্রশাসনের নীতিতে মৌলিক পরিবর্তন এসেছে, যা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, বৈষম্য দূর করতে যে নীতিগুলো গৃহীত হয়েছিল, সেগুলোকেই এখন বৈষম্যমূলক বলা হচ্ছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও বিভেদ সৃষ্টি করছে।

২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে সই করেছেন, যার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও বেসরকারি খাতের বিভিন্ন কর্মসূচি বাতিল, স্থগিত বা সংকুচিত করা হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে প্রত্যাহার করে নেয়। এ নিয়ে তুর্ক বলেন, যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এই কাউন্সিলের কার্যক্রমকে কীভাবে প্রভাবিত করতে পারে, তা নিয়ে তিনি বিশেষভাবে উদ্বিগ্ন।