রোহিঙ্গাদের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই তথ্য জানান ইইউর সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব। তিনি জানান, বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় ইইউ ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে এবং চলমান সংস্কারের প্রতি ইইউয়ের পূর্ণ সমর্থন রয়েছে। ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন জানায় এবং সংস্কারের জন্য সব ধরনের সহায়তা প্রদান করবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে সমাধান ছাড়াই এই সংকট চলমান রয়েছে। ইইউকে সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন