সাত কলেজের কার্যক্রম ইউজিসি এবং কলেজের অধ্যক্ষদের নেতৃত্বে পরিচালিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাত সরকারি কলেজের সকল কার্যক্রম এখন থেকে ইউজিসি এবং কলেজ অধ্যক্ষদের নেতৃত্বে পরিচালিত হবে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি নির্দেশনা আজ সোমবার ঢাবি উপাচার্যকে পাঠিয়েছে। এর ফলে, সাত কলেজের কার্যক্রম এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতার বাইরে চলে যাবে।
এক্ষেত্রে, ইউজিসি’র সুপারিশ অনুযায়ী, সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম একজন অভিজ্ঞ ও যোগ্য অধ্যক্ষের নেতৃত্বে পরিচালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এই কার্যক্রমে সংশ্লিষ্ট থাকবে। এছাড়া, সাত কলেজের ভর্তি, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম অনলাইনে কলেজগুলোতে পরিচালিত হবে।
এসময়, সাত কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে, ঢাবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিরা প্রশাসনিক কার্যক্রমে সহায়তা প্রদান করবে।
ইউজিসি জানায়, এই পরিবর্তন সাত কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও সুসংগঠিত ও পরিচালনাযোগ্য করতে সাহায্য করবে এবং সাত কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কাঠামোর অধীনে আসার পূর্ব পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।
আপনার মতামত লিখুন