জর্ডান-ইসরায়েল সীমান্তে গুলিতে এক ভারতীয় নিহত, তিনজন আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
জর্ডান-ইসরায়েল সীমান্তে গুলিতে এক ভারতীয় নিহত, তিনজন আটক

জর্ডান থেকে অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের চেষ্টাকালে গুলিতে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাগরিক। জর্ডানের সীমান্তরক্ষী বাহিনী গুলি চালালে ৪৭ বছর বয়সী থমাস গ্যাব্রিয়েল পেরেরা নিহত হন। তিনি ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, পেরেরাসহ চার ভারতীয়কে ইসরায়েলে কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারা পর্যটন ভিসা নিয়ে জর্ডানে যান এবং পরে সীমান্ত পাড়ি দিয়ে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেন। তবে জর্ডানের সীমান্তরক্ষী বাহিনী তাদের দেখতে পেয়ে গুলি চালায়। এ ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করে জর্ডানের কারাগারে পাঠানো হয়েছে, আর একজনকে ভারতে নির্বাসিত করা হয়েছে।

জর্ডানে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং মরদেহ ভারতে ফেরানোর জন্য জর্ডান সরকারের সঙ্গে কাজ করছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চারজনকে একটি অজ্ঞাত সংস্থা ইসরায়েলে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে কাজের ভিসা না পাওয়ায় তারা পর্যটন ভিসা নিয়ে জর্ডানে আসেন এবং পরে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন। ১০ ফেব্রুয়ারি, জর্ডানের সেনারা তাদের পাহাড়ি এলাকায় দেখতে পেয়ে গুলি চালায়।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে ভারত ও ইসরায়েল একটি চুক্তি সই করে, যার আওতায় ৪২ হাজার ভারতীয়কে নির্মাণ ও নার্সিং খাতে কাজের অনুমতি দেওয়া হয়। ইতিমধ্যে ২০ হাজারের বেশি ভারতীয় ইসরায়েলে কাজ পেয়েছেন। যদিও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ঝুঁকি রয়েছে, তবে উচ্চ মজুরির কারণে ভারতীয় শ্রমিকরা ইসরায়েলে কাজ করতে আগ্রহী হচ্ছেন। ভারতে যেখানে একজন নির্মাণ শ্রমিকের মাসিক আয় ১৫০-৩০০ ডলার, সেখানে ইসরায়েলে ন্যূনতম ১৬০০ ডলার মজুরি পাওয়া যায়।