জাতীয় নাগরিক পার্টির নেতারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকালে তারা ফুল দিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এটি তাদের রাজনৈতিক দল হিসেবে প্রথম কর্মসূচি, যেখানে তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানান। দলটির নেতা-কর্মীরা সকাল সাড়ে সাতটায় দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে পৌঁছান এবং স্লোগান দিতে দিতে বেদিতে গিয়ে শ্রদ্ধা জানান। এরপর দলের সদস্যসচিব আখতার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেন।
আখতার হোসেন তার বক্তৃতায় দেশের মানুষের কাছে দোয়া চেয়ে বলেন, “১৯৭১ সালে লাখ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, তা বাস্তবায়িত হয়নি।” তিনি বলেন, এনসিপির নেতা-কর্মীরা সেই আদর্শে বিশ্বাসী এবং একটি সমতার ভিত্তিতে বাংলাদেশ গঠনের জন্য কাজ করবেন। তিনি আরও বলেন, দলের বিভিন্ন প্রস্তাবনায় বাংলাদেশের উন্নতির স্বপ্ন এবং একটি নতুন সংবিধান প্রণয়নের কথাও উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন