ঢাকার শপিং সেন্টারগুলোর নিরাপত্তা নিশ্চিত: ডিবি প্রধান

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, রাজধানীর প্রতিটি শপিং সেন্টারে নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে এবং ক্রেতা, দোকানদার ও মালিক সমিতির নেতারা নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২-সহ ঢাকার বিভিন্ন শপিং সেন্টার পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ডিএমপির পরিকল্পনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই সন্তুষ্ট।
রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ফুট পেট্রোল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ টহল ব্যবস্থা চালু রয়েছে বলে জানান তিনি। গুলশান পুলিশ প্লাজা কনকর্ডের কয়েকটি ফ্লোর পরিদর্শন শেষে ক্রেতা ও দোকান মালিকদের সঙ্গে কথা বলে তিনি আশ্বস্ত হন যে নিরাপত্তা ব্যবস্থায় তারা স্বস্তি বোধ করছেন।
সম্প্রতি কারওয়ান বাজার ও পতেঙ্গায় পুলিশের ওপর হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কি না—এমন প্রশ্নের উত্তরে ডিবিপ্রধান বলেন, বাহিনী হিসেবে তারা নিরাপদ বোধ করছেন এবং জনগণের জান-মালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাবেন।
আপনার মতামত লিখুন