ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত অর্থনীতি হতে ৭.৯% প্রবৃদ্ধি চায়।

ভারতের কেন্দ্রীয় সরকার ২০৪৭ সালের মধ্যে দেশটিকে একটি উন্নত অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছে। দেশটির ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া জানিয়েছেন, এর জন্য আগামী ২৪ বছরে অন্তত ৭.৯% জিডিপি প্রবৃদ্ধি প্রয়োজন, যা তার মতে অসম্ভব নয়। বর্তমানে ভারতের মাথাপিছু আয় ২ হাজার ৫৭০ ডলার, যা উন্নত অর্থনীতির স্তরে পৌঁছানোর জন্য ১৪ হাজার ডলারে উন্নীত করতে হবে। এজন্য মাথাপিছু আয় ৭.৩% হারে বৃদ্ধি করতে হবে এবং তা ২০৪৭-৪৮ সালের মধ্যে অর্জন করতে হবে। যদিও বর্তমান প্রবৃদ্ধির হার কিছুটা কমে গেছে, তবে পানাগড়িয়া মনে করেন, প্রয়োজনীয় সংস্কার এবং শ্রমনিবিড় খাতে উন্নতি করে এই লক্ষ্য অর্জন সম্ভব। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০৫০ সাল পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ০.৬% থাকবে বলে ধরে নিয়ে এই পূর্বাভাস দিয়েছেন তিনি।
অপরদিকে, বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে দেশটি উন্নত অর্থনীতি হওয়ার লক্ষ্য রেখেছিল, কিন্তু কোভিডের প্রভাব এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবৃদ্ধির গতি কমে গেছে।
আপনার মতামত লিখুন