যানজট কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মজিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ
যানজট কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মজিবুর রহমান।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, যানজট সমস্যার সমাধানে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাস শুরুর আগে সরকারকে যানজট নিরসনের জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করেছিলেন, কিন্তু এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে রোজাদারদের জীবনযাত্রা সহজ হয়। তিনি এসব কথা এবি পার্টির আয়োজিত মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচির তৃতীয় দিনে বক্তৃতাকালে বলেন।