শাহজাদপুরে ঐতিহ্যবাহী বাউত উৎসবে মেতে উঠলেন শৌখিন মাছ শিকারিরা
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফুলঝোড় নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাউত উৎসব, যেখানে শৌখিন মাছ শিকারিরা আনন্দে মাছ শিকার করেন। অপেশাদার শিকারিরা দেশীয় প্রজাতির মাছ যেমন বোয়াল, শোল, কৈ, গুজা, চিতল, রুই, কাতলা ইত্যাদি ধরেন এবং উৎসবে মেতে ওঠেন।
শাহজাদপুরে করতোয়া, ফুলঝোড়, হুরাসাগর এবং গোহালা নদী বেষ্টিত এলাকার মানুষ শুষ্ক মৌসুমে একদিন নির্ধারণ করে বিভিন্ন গ্রাম থেকে মাছ শিকারের জন্য সমবেত হন। পলো বা বাউত উৎসব নামে পরিচিত এই উৎসব বিশেষত বর্ষা মৌসুম শেষে জলাশয়ের পানি কমে যাওয়ার সময় অনুষ্ঠিত হয়, যখন মাছ শিকারিরা দলবদ্ধ হয়ে মাছ ধরতে নেমে পড়েন।
এ অঞ্চলে প্রজন্ম থেকে প্রজন্মে বাউত উৎসবের ঐতিহ্য চলমান, যা এখনো প্রাসঙ্গিক এবং এলাকার লোকজনের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসেবে বিবেচিত।
আপনার মতামত লিখুন