শিক্ষার্থীদের আবাসনসহ ১৩ দাবিতে স্মারকলিপি দিয়েছে সাদা দল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, আবাসন ব্যবস্থা উন্নয়ন, খাবারের মান বৃদ্ধি, সুপেয় পানি, শিক্ষার মানোন্নয়ন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করার দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছে সাদা দল। আজ, মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে এসব দাবিসম্পন্ন স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে সাদা দল ১৩টি দাবির মধ্যে উল্লেখ করেছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসন সংকট নিরসন, খাবারের মান উন্নয়ন, শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গ্রন্থাগারের উন্নয়ন, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুরক্ষা, নিরাপদ পরিবহন ব্যবস্থা, মানসিক স্বাস্থ্য সেবা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, রাস্তার সংস্কার এবং গণ-অভ্যুত্থানে হামলাকারীদের বিচার দাবি করা হয়েছে।
আপনার মতামত লিখুন